Site icon Jamuna Television

ভারতের সঙ্গে স্থায়ী শান্তি চায় পাকিস্তান: শাহবাজ শরীফ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।

যুদ্ধ নয়, ভারতের সঙ্গে পাকিস্তান স্থায়ী শান্তি চায় বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বলেছেন, আলোচনার মাধ্যমে পাকিস্তান ভারতের সাথে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চায়। কারণ হিসেবে উল্লেখ করেন, কাশ্মির সমস্যা সমাধানের জন্য যুদ্ধ কোনো দেশেরই বিকল্প হতে পারে না।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনালের বরাতে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা পিটিআই। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে কথা বলার সময় শাহবাজ শরীফ এ কথা বলেন।

শাহবাজ শরীফ আরও বলেন, ইসলামাবাদ ও নয়াদিল্লির মধ্যে বাণিজ্য, অর্থনীতি এবং নিজ নিজ দেশের জনগণের অবস্থার উন্নতিতে প্রতিযোগিতা থাকা উচিত।

পাকিস্তান কখনোই আগ্রাসী ছিল না উল্লেখ করে তিনি বলেন, পারমাণবিক সম্পদ এবং প্রশিক্ষিত সেনাবাহিনী যেকোনো আগ্রাসন প্রতিরোধ করবে। ইসলামাবাদ আগ্রাসনের জন্য নয় বরং নিজেদের সীমান্ত রক্ষার জন্যই সামরিক বাহিনীর পেছনে ব্যয় করে থাকে।

/এমএন

Exit mobile version