Site icon Jamuna Television

সিঙ্গাপুরে লাইফ সাপোর্টে সেব্রিনা ফ্লোরা

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরাকে সিঙ্গাপুরের একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

রোববার (২‌১ আগস্ট) তার পরিবারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। স্বজনরা জানান, লিভারের পরীক্ষা করাতে গিয়ে জটিলতা দেখা দেয়ায় তাকে সেখানে আইসিইউতে ভর্তি করা হয়েছে। গত দুই দিন ধরে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এখনও বিপদমুক্ত নন সেব্রিনা ফ্লোরা। পরিবারের পক্ষ থেকে তার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।

গত কয়েকদিন ধরে গুরুতর অসুস্থ ছিলেন তিনি। তাই উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হয়েছে। মীরজাদী সেব্রিনা ফ্লোরা আইইডিসিআরের পরিচালক ছিলেন।

/এডব্লিউ

Exit mobile version