Site icon Jamuna Television

বান্ধবীর সঙ্গে ধরা পড়ায় বিজেপি নেতাকে রাস্তায় জুতাপেটা স্ত্রীর, ভিডিও ভাইরাল

ছবি: সংগৃহীত

বান্ধবীকে নিয়ে ঘুরতে বের হওয়ায় কাল হলো উত্তরপ্রদেশের মোহিত সোনকর নামের এক বিজেপি নেতার। সেই খবর পেয়ে যান স্ত্রী। এরপর মাঝরাস্তায় বরকে গাড়ি থেকে টেনে নামান তিনি। তারপর রাস্তায় জুতাপেটা করেন। ঘটনার ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। খবর সংবাদ প্রতিদিনের।

ভিডিওতে দেখা যায়, বউ ছাড়াও বিজেপি নেতাকে জুতা দিয়ে মারছেন তার শাশুড়ি এবং শ্বশুরবাড়ির পরিবারের আরও কয়েকজন।

খবরে বলা হয়, ওই নেতার নাম মোহিত সোনকর। তিনি বুন্দেলখণ্ডের বিজেপি সভাপতি। নেতার স্ত্রীর দাবি, বেশ কিছুদিন আগেই বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন মোহিত। এদিন বান্ধবীকে নিয়ে গাড়িতে ঘুরতে বের হোন তিনি। সেই খবর পেয়ে যান স্ত্রী। এরপর মাঝপথে গাড়ি থেকে বরকে নামিয়ে জুতাপেটা করেন তিনি। নেতার বান্ধবীকে জুতা দিয়ে মারধর করেন বিজেপি নেতার স্ত্রী ও শাশুড়ি।

জানা গিয়েছে, বিজেপি নেতার স্ত্রী মণি সোনকর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই বিষয়ে পুলিশ কর্মকর্তা অলোক সিং জানান, সমস্ত ঘটনা তদন্তের পরে এই বিষয়ে এফআইআর দায়ের করা হবে।

ইউএইচ/

Exit mobile version