Site icon Jamuna Television

পিরোজপুরে বিদ্যুৎ অফিসের লাইনম্যানের লাশ উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি.(ওজোপাডিকো) বিদ্যুৎ অফিসে লাইনম্যান হিসেবে কর্মরত মামুন হোসেন মোল্লার (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মামুন হোসেন মোল্লা বরিশালের সদর উপজেলার আমানগঞ্জ এলাকার মৃত শাহজাহান মোল্লার ছেলে।

রোববার (২১ আগস্ট) বিকেলে পিরোজপুর পৌরসভার রাজারহাট এলাকার ভাড়া বাসায় নিজ কক্ষ থেকে পুলিশ মামুন হোসেন মোল্লার লাশ উদ্ধার করে। ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মৃনাল কান্তি বড়াল জানান, শনিবার অফিসের নিয়মিত কাজ শেষে মামুন শহরের রাজারহাটস্থ বাসায় চলে যায়। রোববার বিকেলে তার বাসার মালিক অফিসে এসে জানান, মামুন তার নিজ কক্ষে দরজা বন্ধ করে আছেন। অনেক ডাক-ডাকির পরও দরজা খুলছে না।

পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে মামুনকে মৃত অবস্থায় তার বিছানা থেকে উদ্ধার করে। পিরোজপুর সদর থানার ওসি আ. জা. মো. মাসুদুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে পুলিশ মামুনের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

এসজেড/

Exit mobile version