Site icon Jamuna Television

অর্থপাচার মামলায় পাপিয়া দম্পতিসহ ৫ আসামির বিচার শুরু

রাজধানীর গুলশান থানায় মানি লন্ডারিং আইনে করা মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া দম্পতিসহ ৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর ফলে আনুষ্ঠানিকভাবে মামলার বিচার শুরু হলো।

রোববার (২১ আগস্ট) ঢাকার বিশেষ জজ বদরুল আলম ভূঁইয়ার আদালত এ আদেশ দেন। একই সঙ্গে মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২৫ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

এর আগে গত ৩১ মার্চ ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ অভিযোগপত্র গ্রহণ করেন। গত বছরের ২৭ ডিসেম্বর পাঁচজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে সিআইডি পুলিশের পরিদর্শক ইব্রাহিম হোসেন।

/এমএন

Exit mobile version