Site icon Jamuna Television

কেনার সামর্থ্যহীন শিশুদের জন্য বিনামূল্যে পোশাক

প্রদ্যুৎ কুমার সরকার, মাদারীপুর

ঈদের শেষ সপ্তাহে মাদারীপুরের ঈদের বাজারগুলো জমে উঠেছে। হরেক রকম পোশাকের বাহারী ড্রেসগুলোতে ভরে থাকা বাজারগুলোতে এখন উপচে পড়া ভীড়। ভীড় রয়েছে লুঙ্গী স্যান্ডেল জুতার দোকানেও। এরমাঝেই ব্যবসার পাশাপাশি যাদের সামর্থ্য নেই সেই সকল শিশুদের হাতে বিনামূল্যে পোশাকসহ নানান সামগ্রী তুলে দিয়ে তানজিল নামের এক ব্যবসায়ী অনন্য দৃষ্টান্ত সূচনা করেছেন।

সরেজমিন একাধিক সূত্রে জানা যায়, রমজানের শুরু থেকেই বৃষ্টি মাথায় নিয়েই মাদারীপুরের মার্কেটগুলোতে ক্রেতারা হুমড়ি খেয়ে পড়েছেন। শেষ সপ্তাহে এসে সকাল থেকে গভীর রাত পর্যন্ত মার্কেটগুলোতে এখন উপচে পড়া ভীড়। জেলা শহরের পুরানবাজার, শিবচর পৌরবাজার, ইলিয়াস আহম্মেদ চৌধুরী পৌর সুপার মার্কেট, টেকেরহাট বন্দর, রাজৈর, কালকিনির বাজারগুলোতে এখন ক্রেতা আর ক্রেতা। এরমধ্যে নারী ও শিশুদের ভীড় চোখে পড়ার মতো। শুধু শাড়ী বা ড্রেস কিনেই নয় এর সাথে মিলিয়ে ব্যাগ, কসমেটিক্সও কিনতে ভীড়ের কমতি নেই। এ বছর ঈদের বাজারগুলোতে দামের ঝাঝ থাকলেও ক্রেতার কমতি নেই। বিশেষ করে ভারতীয় বিভিন্ন সিরিয়ালের নামকরনের ড্রেসের প্রতি নারীরা হুমড়ি খেয়ে পড়েছেন।

রং বেরংয়ের এই পোশাকের ব্যবসার মাঝেই পৌর বাজারের ইলিয়াস তালুকদার মার্কেটের তানজিল আহমেদ খান নামক এক ব্যবসায়ী ব্যবসার পাশাপাশি যাদের কেনার সামর্থ্য নেই সেই শিশুদের হাতে বিনামূল্যে জামা কাপড় , জুতা-স্যান্ডেলসহ বিভিন্ন সামগ্রী তুলে দিচ্ছেন। প্রতিদিন কেনাবেচার সাথে সাথে তানজিলের কিডস ক্লাব নামক প্রতিষ্ঠান থেকে বিনামূল্যে দরিদ্র শিশুদের মাঝে পোশাক দিচ্ছেন।

ক্রেতা শারমিন সুলতানা বলেন, ঈদের কেনাকাটা করতে করতে তালুকদার মার্কেটে এসে এখানকার এক ব্যাবসায়ীর দুঃস্থ শিশুদের জন্য বিনামূল্যে ঈদের পোশাক বিতরণ সাইনবোর্ড দেখে হবাক হয়েছি। কিছু সময় দাঁড়িয়ে থেকে ব্যবসায়ী তানজিল ভাইকে বেশ কয়েকজন শিশুদের মাঝে বিনামূল্যে যার যার পছন্দসই ঈদের পোষাক বিতরণ করতে দেখলাম। এটা ভাল উদ্যেগ।

কিডস ক্লাব এর সত্ত্বাধিকারী তানজিল আহমেদ খান বলেন, আমি গত বছর থেকেই ঈদ উপলক্ষে রোজার শুরু থেকেই দুঃস্থ শিশুদের জন্য পোশাক, জুতা-স্যান্ডেলসহ বিভিন্ন সামগ্রী দোকানে রেখেছি। যারা আসে তাদের পছন্দসই সামগ্রী দিয়ে দেই। এতে নিজের কাছে খুব শান্তি লাগে।

মাদারীপুর জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুল ইসলাম বলেন, ঈদকে কেন্দ্র করে বাজারগুলোতে পোষাকে, সাদা পোশাকে বিপুল সংখ্যক আইন শৃংখলা বাহিনী নিয়োজিত রয়েছে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটলে সাথে সাথে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version