Site icon Jamuna Television

রংপুরে ১২ মাদক মামলার আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর:

দীর্ঘদিন ধরে পলাতক থাকা ১২ মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি এলাহী বক্সকে (৪৩) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২১ আগস্ট) সন্ধ্যায় রংপুরের বদরগঞ্জরের কুতুবপুর ইউনিয়নের বাগানপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাবিব জানান, গ্রেফতারকৃত এলাহী বক্স তালিকাভুক্ত ও চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নামে বদরগঞ্জ, জয়পুরহাট সদর, পাঁচবিবি থানাসহ বিভিন্ন থানায় ১২টি মাদকের মামলা আছে। প্রতিটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও ছিল। কিন্তু তিনি গা ঢাকা দিয়েছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়ির পাশের ওই বাগান বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে প্রয়োজনীয় জিজ্ঞাসা বাদ শেষে আদালতের মাধ্যমে তাকে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তার তথ্যের ভিত্তিতে অন্যান্য মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করতে অভিযান পরিচালনা হচ্ছে।

ইউএইচ/

Exit mobile version