Site icon Jamuna Television

পিরোজপুরে মিয়ারহাট বন্দরে অগ্নিকাণ্ড, ৪টি গোডাউন ভস্মীভূত

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মিয়ারহাট বন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলের ৪টি গোডাউন আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে।

রোববার (২১ আগস্ট) সন্ধ্যার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে স্বরূপকাঠি ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই আগুনে একটি প্লাস্টিকের গোডাউন, রশি, মোবাইলের দোকান ও স্টেশনারি পণ্যের গোডাউন সম্পূর্ণ ভস্মিভূত হয়ে গেছে।

একই এ ঘটনায় রিয়াজ হোসেন নামে এক ব্যক্তির বসত ঘরের আসবাবপত্র পুড়ে গেছে। তবে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে এখনও জানা যায়নি। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণও এখন পর্যন্ত নিরুপণ সম্ভব হয়নি।

এসজেড/

Exit mobile version