Site icon Jamuna Television

ফের নতুন চমক, নিজের নামে পরিবর্তন আনছেন আলিয়া

ছবি: সংগৃহীত।

হঠাৎই ভক্তদের চমকে দিয়েছিলেন আলিয়া ভাট। অভিনেত্রীর গর্ভবতী হওয়ার খবর প্রকাশ্যে আসতেই হৈচৈ পড়ে গিয়েছিল গোটা বলি পাড়ায়। সম্প্রতি আবারও নতুন এক খবরে সরগরম হয়ে উঠেছে বলিউড। জানা গেছে, শিগগিরই নিজের নাম পরিবর্তন করে আলিয়া ভাট থেকে `আলিয়া ভাট কাপুর’ হতে চলেছেন তিনি। খবর হিন্দুস্তান টাইমসের।

‘ডার্লিংস’ খ্যাত এই অভিনেত্রী জানান, পর্দায় তার নাম সবসময় আলিয়া ভাটই থাকবে। তবে তিনি তার পাসপোর্টসহ অন্যান্য নথিতে নিজের নাম পরিবর্তন করতে চলেছেন। নিজের এ সিদ্ধান্তে আলিয়া যথেষ্ট খুশি।

আলিয়া জানান, আমরা এখন সন্তানের বাবা-মা হতে চলেছি। যখন কাপুর পরিবার একসাথে বের হয়, তখন আমি কাপুরদের মাঝে ‘ভাট’ হয়ে থাকতে চাই না।

জানা যায়, রণবীর কাপুর বিয়ের পরই তার পাসপোর্টে তাৎক্ষণিকভাবে নিজের বৈবাহিক অবস্থা পরিবর্তন করেছেন। আলিয়া এবং রণবীর জুন মাসে ইনস্টাগ্রামের পোস্টের মাধ্যমে আলিয়ার গর্ভধারণের কথা ঘোষণা করেন। আল্টাসনোগ্রাফির সময় হাসপাতাল থেকে একটি ছবি শেয়ার করে এই সুখবর ভক্তদের জানিয়েছিলেন আলিয়া।

এসজেড/

Exit mobile version