Site icon Jamuna Television

আজ রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে আজ রাতে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড আর লিভারপুল। ওল্ড ট্রাফোর্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

গত মৌসুমে দাপটের সাথে শিরোপার দৌড়ে থাকা লিভারপুল চলতি মৌসুমে এখনও জয়ের দেখা পায়নি। পর পর দুই ম্যাচে ফুলহাম আর ক্রিস্টাল প্যালেসের সাথে ড্র করে টেবিলের ১৫তম স্থানে নেমে গেছে ক্লপ শিষ্যরা।

বিপরীতে টানা দুই ম্যাচে হেরে আরও খারাপ অবস্থা ম্যানচেস্টার ইউনাইটেডের। ব্রাইটনের কাছে ২-১ গোলে হারের পর ব্রেন্টফোর্ডের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়ে এখন নিজেদের খুঁজে ফিরছে রোনালদোর দল। ইনজুরির কারণে আজ রামসি, জটা, কন্তেদের পাবেন না ইয়ুর্গেন ক্লপ।

/এডব্লিউ

Exit mobile version