Site icon Jamuna Television

যুবদলের সাধারণ সম্পাদক টুকু কারাগারে

যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। রাজধানীর শাহবাগ থানার নাশকতার মামলায় মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কেশব রায় চৌধুরী এ আদেশ দেন।

মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে টুকুকে হাজির করে তার ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। অপরদিকে এ রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করেন টুকুর আইনজীবী সানাউল্লাহ মিয়া।

শুনানি শেষে বিচারক মামলার মূল নথি না থাকায় আগামী ২০ জুন রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করে টুকুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, সোমবার রাত সাড়ে ১২টার দিকে টুকুকে তার উত্তরার বাসা থেকে গ্রেফতার করে পুলিশ।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version