Site icon Jamuna Television

বিয়ের পর যে পরিবর্তন আসছে আলিয়ার জীবনে

বিয়ের পর নাম পরিবর্তন অনেক পুরনো নিয়ম হলেও আজকাল অনেক নারীরাই তা মানেন না। আর বলিউডে এই রেওয়াজ আগে থেকেই চালু রয়েছে। রনবীর কাপুরের সাথে বিয়ের ৬ মাসের মাথায় এসে নাম পরিবর্তন করার কথা জানালেন অভিনেত্রী আলিয়া ভাট। খবর হিন্দুস্তান টাইমসের।

এ বিষয়ে এক সাক্ষাৎকারে আলিয়া বলেন, তার নামের পদবি ভাট হওয়ায় কাপুর থেকে নিজেকে আলাদা হয় তার। আর তাই খুব শিগগিরই নাম বদলে আলিয়া ভাট কাপুর হবেন তিনি।

আলিয়া আরও জানান, শুধু ভালোবাসার জন্য নয়, বিয়ের পরপরই তিনি তার পাসপোর্ট বদলে নিজের বিবাহিত হওয়ার বিষয়টি নতুন পাসপোর্টে যোগ করেছেন। তাই এবার চাইছেন কাপুর হতে।

প্রসঙ্গত, ২০২২ সালের এপ্রিল মাসে বিয়ে হয় রনবীর-আলিয়ার। যদিও পর্দায় তার নাম আলিয়া ভাটই থাকবে। শুধু সরকারি পরিচয়ে তিনি আলিয়া ভাট কাপুর নামে পরিচিত হবেন।

এটিএম/

Exit mobile version