Site icon Jamuna Television

২ মাসে দ্বিতীয়বার বিয়ে করলেন জেনিফার-বেন, কিন্তু বিয়ে বাড়িতে অ্যাম্বুলেন্স!

চলতি সপ্তাহে বেশ ধুমধাম করে বিয়ে করলেন হলিউডের জনপ্রিয় তারকা জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক। যদিও গত জুলাই মাসেই লাস ভেগাসে সবার অগোচরে বিয়ে সেরে ফেলেছিলেন এই তারকা জুটি। এবারের বিয়েটা হলো মূলত দু’পক্ষের বন্ধু-বান্ধব এবং আত্মীয় স্বজনদের নিয়ে। কিন্তু বিয়ের অনুষ্ঠান চলাকালীন সময় অসুস্থ হয়ে পড়েন আমন্ত্রিত দুই অতিথি। নিতে হয় হাসপাতালে। খবর ইউএসএটুডের।

জেনিফার-বেনের প্রেম কাহিনী অনেকটা সিনেমার গল্পের মতো। ২০০১ সালে এক সিনেমার সেটে পরিচয় হয় তাদের। তার পর হয় মন দেয়া-নেয়া। প্রেমের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়িয়েছিল কিন্তু শেষে আর বিয়ে হয়নি। দু’জনেই চলে যান ভিন্ন পথে। বিয়েও হয় তাদের। কিন্তু কারোরই সংসার টেকেনি। এবার তাই বিয়ের সিদ্ধান্ত নিলেন দু’জনে।

এদিকে বিয়ে বাড়িতে বাধে বিপত্তি। আমন্ত্রিত কোনো অতিথি অসুস্থ হয়ে পড়ায় ডাকতে হয় অ্যাম্বুলেন্স। তবে অসুস্থ অতিথির নাম পরিচয় গোপন রাখা হয়েছে। জানা গেছে, এ ঘটনার পরপর আরও একজন অতিথিও অসুস্থ বোধ করায় তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু বিয়ের আনুষ্ঠানিকতা ভালোভাবে শেষ করতে পেরে আনন্দিত সকলে।

এটিএম/

Exit mobile version