Site icon Jamuna Television

চলছে জ্বালানি তেল ব্যবসায়ীদের ধর্মঘট, চলবে সন্ধ্যা পর্যন্ত

খুলনা ব্যুরো:

জ্বালানি তেল বিক্রির কমিশন ও ট্যাংক লরির ভাড়া বৃদ্ধিসহ ৩ দফা দাবিতে ১২ ঘণ্টার জন্য খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে প্রতীকী ধর্মঘট পালন করছেন জ্বালানি তেল ব্যবসায়ীরা। সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ধর্মঘট চলার কথা জানিয়েছেন তারা।

সোমবার (২২ আগস্ট) ভোর ৬টা থেকে এই তিন বিভাগের পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন এবং বিভাগের সকল জেলায় সরবরাহ বন্ধ রয়েছে। বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতি ও বাংলাদেশ ট্যাংক-লরি ওনার্স অ্যাসোসিয়েশনসহ ৪টি সংগঠন এই ধর্মঘট পালন করছে।

সকালে বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতির খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ মুরাদ হোসেন জানান, ১২ ঘণ্টার জন্য প্রতীকী ধর্মঘট পালিত হচ্ছে। এর ফলে খুলনার ৩টি ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন এবং খুলনা বিভাগের ১০ জেলা ও বৃহত্তর ফরিদপুরের ৫ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে। তবে পেট্রোল পাম্প থেকে জ্বালানি তেল বিক্রি চলছে। এছাড়া খুলনা বিভাগের পাশাপাশি রাজশাহী ও রংপুর বিভাগের ডিপো থেকিও তেল উত্তোলন বন্ধ রেখে এই প্রতীকী ধর্মঘট পালিত হচ্ছে।

/এডব্লিউ

Exit mobile version