Site icon Jamuna Television

ডোমিঙ্গোকে ছাড়াই এশিয়া কাপে যাচ্ছে বাংলাদেশ

গণমাধ্যমের সাথে আলাপকালে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

রাসেল ডোমিঙ্গোকে ছাড়াই এশিয়া কাপে যাচ্ছে বাংলাদেশ। টেস্ট ও ওয়ানডে নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে টি-টোয়েন্টি থেকে বিশ্রাম দেয়া হয়েছে রাসেল ডোমিঙ্গোকে। এমনটিই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

সোমবার (২২ আগস্ট) গণমাধ্যমের সাথে আলাপচারিতায় এসব তথ্য দেন বিসিবি সভাপতি। তিনি জানান, আপাতত ঘরোয়া ক্রিকেটের দিকে নজর দেবেন রাসেল ডোমিঙ্গো। দেশে থাকা ক্রিকেটারদের নিয়ে কাজ করবেন তিনি।

এফটিপিতে অনেকগুলো ম্যাচ পেয়েছে বাংলাদেশ। সে অনুযায়ী আগামীর পরিকল্পনা প্রস্তুত করতে বাংলাদেশের হেড কোচ রাসেল ডোমিঙ্গো এবং নতুন আসা উপদেষ্টা কোচ শ্রীধরন শ্রীরামের সাথে আলোচনা করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

ডোমিঙ্গোর সাথে কথা বলে পাপন জানান, হেড কোচ আগামী ৩ সপ্তাহের মধ্যে বিস্তারিতভাবে পরিকল্পনা সাজাবেন। তাছাড়া জাতীয় ক্রিকেট লিগ দেখার ব্যাপারেও আগ্রহ দেখিয়েছেন ডোমিঙ্গো। পাইপলাইন সমৃদ্ধ করার কাজ করবেন তিনি। তাছাড়া যেসব ক্রিকেটার জাতীয় দলের বাইরে আছেন তাদের নিয়েও কাজ করবেন হেড কোচ।

আরও পড়ুন: ‘৫-১০ বছর পর বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় ফরম্যাট হবে টি-টোয়েন্টি’

/এম ই

Exit mobile version