Site icon Jamuna Television

চার শিশুকে হত্যার পর জিম্মিকারীর আত্মহত্যা

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রায় ২৪ ঘণ্টা জিম্মি রাখার পর চার শিশুকে হত্যা করে আত্মহত্যা করেছে ঘাতক। নিহত শিশুদের মধ্যে দু’জন ছিল তার নিজেরই সন্তান।

জানা গেছে, অরল্যান্ডোতে একটি অ্যাপার্টমেন্টে নিজের দুই সন্তান ও প্রেমিকার দুই সন্তানকে জিম্মি করে গ্যারি লিন্ডসে নামের এক ব্যক্তি। দাম্পত্য কলহের জেরে এ ঘটনায় অভিযোগ পেয়ে, হস্তক্ষেপ করে পুলিশ। সমঝোতায় আসার চেষ্টা করে লিন্ডসের সাথে। এসময় গোলাগুলিতে এক পুলিশ কর্মকর্তা আহত হয়। পরে অন্তত এক শিশুর মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হলে দরজা ভেঙে অ্যাপার্টমেন্টে প্রবেশ করে পুলিশ। উদ্ধার করে এক থেকে ১১ বছরের চার শিশুসহ পাঁচজনের মরদেহ। পুলিশ জানিয়েছে, আগে থেকেই অপরাধী তালিকাভুক্ত ছিলেন ঘাতক লিন্ডসে।

Exit mobile version