Site icon Jamuna Television

আলবেনিয়ার সামরিক কারখানায় অনুপ্রবেশের দায়ে ২ রুশ ও ১ ইউক্রেনীয় আটক

সামরিক কারখানায় অনুপ্রবেশের দায়ে দুই রুশ ও এক ইউক্রেনীয় নাগরিককে আটক করলো আলবেনিয়া। শনিবার (২০ আগস্ট) এ তথ্য প্রকাশ করে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর আল জাজিরার।

এক বিবৃতিতে দেশটি জানিয়েছে, গ্রামশ সামরিক স্থাপনায় জোরপূর্বক প্রবেশ করে সন্দেহভাজনরা। তারা বেশকিছু ছবিও তোলে কারখানাটির। প্রহরারত নিরাপত্তারক্ষীরা তাদের বাধা দেয়। এসময়, দু’পক্ষের সংঘর্ষে আহত হন আলবেনিয়ার দুই সেনা সদস্য। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও অবস্থা স্থিতিশীল।

আটককৃতদের মধ্যে রয়েছেন ৩৩ বছর বয়সী এক রুশ নারী ও ২৪ বছরের যুবক এবং ২৫ বছরের এক ইউক্রেনীয় তরুণ। কী উদ্দেশ্যে তারা কারখানাটিতে প্রবেশ করেছিলো, সে ব্যাপারে চলছে তদন্ত। আলবেনিয়ার ঐ সামরিক কারখানায় উৎপাদিত হয় রুশ ডিজাইনের ‘একে-ফরটি সেভেন’ রাইফেল।

এটিএম/

Exit mobile version