Site icon Jamuna Television

বিদ্যুৎ ও জ্বালানি খাত সাইবার ঝুঁকিতে আছে: পলক

দেশের সরকারি ও বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি খাত সাইবার ঝুঁকিতে আছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সাইবার সিকিউরিটি এজেন্সির উদ্যোগে সোমবার (২২ আগস্ট) এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান, বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির এই মুহূর্তে সাইবার সিকিউরিটিতে নিরাপদ নয় বাংলাদেশ। সাইবার আক্রমণের কেন্দ্রবিন্দুতে আছে বলে শঙ্কার কথা জানান তিনি।

বহু ক্রেডিট কার্ডের তথ্য হ্যাকাররা হাতিয়ে নিয়েছেন এমন তথ্যও দেন জুনাইদ আহমেদ পলক। বলেন, অনুসন্ধানের মাধ্যমে তা যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছে বিজিডি ই-গভ শার্ট।

/এমএন

Exit mobile version