Site icon Jamuna Television

রোমারিওকে ছাড়িয়ে মেসি এখন তিনে

ছবি: সংগৃহীত

ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে লিলের বিপক্ষে গোল করে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিওকে ছাড়িয়ে গেছেন পিএসজি তারকা লিওনেল মেসি। সর্বকালের সর্বোচ্চ ক্যারিয়ার গোলের তালিকায় রোমারিওকে ছাড়িয়ে তিনে উঠে এসেছেন এই আর্জেন্টাইন মহাতারকা। মেসির সামনে এখন কেবল জোসেফ বাইকান ও ক্রিস্টিয়ানো রোনালদো।

চলতি মৌসুমে চার ম্যাচ খেলে মোট চার গোল করেছেন ৭ বারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি। লিগ ওয়ানের ম্যাচে জাদুকরী এক পাসে ৮ সেকেন্ডেই এমবাপ্পেকে দিয়ে গোল করিয়েছেন এই ফুটবল জাদুকর। এরপর নিজেও ডানপায়ের দারুণ প্লেসিং শটে করেছেন গোল। আর এই গোলটি মেসির ক্যারিয়ারে ৭৭৩তম গোল। এর মাধ্যমেই গোল সংখ্যায় রোমারিওকে ছাড়িয়ে গেছেন এই আর্জেন্টাইন সুপারস্টার। রোমারিও তার ক্যারিয়ারে ৯৯৪ ম্যাচে করেছিলেন মোট ৭৭২ গোল।

রোমারিওকে ছাড়িয়ে যেতে ১৬টি ম্যাচ কম খেলেছেন মেসি। ৯৭৮ ম্যাচে মেসির গোলসংখ্যা ৭৭৩। মেসির সামনে এখন ৮০৫টি ক্যারিয়ার গোল নিয়ে সামনে আছেন জোসেফ বাইকান। আর ১১২৪ ম্যাচে ৮১৫ গোল নিয়ে সবার সামনে আছেন পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো।

আরও পড়ুন: মেসির ১, নেইমারের ২ ও এমবাপ্পের হ্যাটট্রিকে পিএসজির বিশাল জয়

/এম ই

Exit mobile version