Site icon Jamuna Television

রাজশাহীতে পান ব্যবসায়ীদের ৩৪ লাখ টাকা ডাকাতি, গ্রেফতার ৬

রাজশাহী ব্যুরো:

রাজশাহীতে পান ব্যবসায়ীদের ৩৪ লাখ টাকা ডাকাতির ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে ডাকাতিতে ব্যবহৃত অ্যাম্বুলেন্স, দেশীয় অস্ত্রসহ ১৬ লাখ টাকা।

গ্রেফতারকৃতরা হলেন, নগরীর কাশিয়াডাঙ্গার আশিক ইসলাম, হৃদয়, আব্দুর রহমান, আব্দুর রহিম, রিকো ইসলাম ও ইয়ামিন।

পুলিশের জানায়, ঢাকায় পান বিক্রি করে নগদ ৩৪ লাখ ২৭ হাজার টাকা নিয়ে রোববার ভোররাতে রাজশাহী পৌঁছায় ব্যবসায়ীরা। পরে তারা সিএনজিযোগে দুর্গাপুরের দাওকান্দিতে রওয়ানা হয়। নগরীর পোস্টাল অ্যাকাডেমির সামনে পৌঁছালে একটি অ্যাম্বুলেন্সে থাকা ডাকাতরা সিএনজির গতিরোধ করে অস্ত্রের মুখে টাকা লুট করে পালিয়ে যায়। এ ঘটনায় ব্যবসায়ীরা মামলা করলে রোববার দিনভর পুলিশ অভিযান চালিয়ে ৬ ডাকাতকে গ্রেফতার করে। খোয়া যাওয়া ৩৪ লাখ টাকার মধ্যে উদ্ধার হয় ১৬ লাখ টাকা।

পুলিশ আরও জানায়, ডাকাতির ঘটনায় ১০ জন জড়িত। বাকি ৪ জনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ইউএইচ/

Exit mobile version