Site icon Jamuna Television

নগ্ন ফটোশ্যুট বিতর্ক; আরও সময় চাইলেন রণবীর

বলিউড অভিনেতা রণবীর সিং। (ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি)

নগ্ন ফটোশ্যুট বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না রণবীরের সিংয়ের। একটি ম্যাগাজিনের জন্য বিবস্ত্র হয়ে লেন্সবন্দি হয়ে মহা বিপাকে পড়েছেন তিনি। আর এ কাণ্ডে মুম্বাইয়ে জোড়া মামলা দায়ের হয়েছে রণবীরের বিরুদ্ধে, কলকাতা হাইকোর্টেও রণবীরের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে।

সে প্রেক্ষিতে ২২ আগস্ট চেম্বর থানায় হাজিরা দেয়ার কথা ছিল রণবীরের। কিন্তু নগ্ন ফটোশ্যুট মামলায় এখনই মুম্বাই পুলিশের জেরার মুখোমুখি হতে চান না রণবীর, অতিরিক্ত সময়ের আবেদন জানিয়েছেন তিনি।

এ বিষয়ে মুম্বাই পুলিশ জানায়, চেম্বর থানা থেকে অভিনেতা রণবীর সিং-কে সমন পাঠিয়ে সোমবার (২২ আগস্ট) হাজিরা দিতে বলা হয়েছিল। তিনি ২ সপ্তাহ সময় চেয়েছেন, নতুন তারিখ নির্ধারণ করে চেম্বর থানা থেকে নতুন সমন জারি করে তাকে ডাকা হবে।

প্রসঙ্গত, গত ১২ই আগস্ট চেম্বুর থানার এক প্রতিনিধি দলের মাধ্যমে সেই নোটিশ পৌঁছে রণবীর-দীপিকার বাড়িতে। যদিও সে সময় মুম্বাইয়ের বাইরে ছিলেন রণবীর।

/এসএইচ

Exit mobile version