Site icon Jamuna Television

বৃষ্টি মাথায় রাতে বাড়ি ফিরছে দক্ষিণাঞ্চলের ঘরমুখো যাত্রীরা

স্টাফ রিপোর্টার, মাদারীপুর
আগামীকাল সরকারি ছুটিকে কেন্দ্র করে বৃষ্টি মাথায় নিয়েই আজ সন্ধ্যা থেকেই শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুট হয়ে বাড়ি ফিরতে শুরু করেছেন দক্ষিণাঞ্চলের যাত্রীরা। ঘাটে পুলিশ র‌্যাব ম্যাজিস্ট্রেট অবস্থান করে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করছেন। বুধবার সকাল থেকে যাত্রী চাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

জানা যায়, আজ অফিস টাইম শেষ হওয়ার পরপরই সন্ধ্যা থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুট হয়ে দক্ষিণাঞ্চলের যাত্রীরা ঘরে ফিরতে শুরু করেছেন। বিকেল থেকে এ রুটে টানা বৃষ্টি শুরু হলেও সন্ধ্যায় বৃষ্টির গতিবেগ কমলে স্বপরিবারে যাত্রীদের বাড়িতে যেতে দেখা গেছে।

এদিকে ঈদকে কেন্দ্র করে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে ঘাটে অতিরিক্ত পুলিশ কাজ শুরু না করলেও। বুধবার রাত পর্যন্ত শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান আহমেদ, র‌্যাব, জেলা পুলিশ অবস্থান করছেন।

Exit mobile version