Site icon Jamuna Television

থানায় বিচারপ্রার্থীকে মারপিটের ঘটনায় এএসআইয়ের পর ওসিকে প্রত্যাহার

ছবি: সংগৃহীত।

স্টাফ করেসপনডেন্ট, মানিকগঞ্জ:

মানিকগঞ্জের শিবালয় থানায় বিচারপ্রার্থী এক ব্যক্তিকে মারপিটের ঘটনায় এএসআইয়ের পর জেলা থেকে প্রত্যাহার (শাস্তিমূলক বদলি) করা হয়েছে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনকে। শিবালয় থানা থেকে তাকে মাদারীপুর পুলিশ সুপার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

সোমবার (২২ আগস্ট) রাতে ওসির বদলির বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জের পুলিশ সুপার গোলাম আজাদ খান।

এর আগে, গত শনিবার (২০ আগস্ট) রাতে শিশু ধর্ষণ চেষ্টার বিচার চাইতে এসে থানার ডিউটি অফিসার এএসআই মো. আরিফ হোসেনের বেধড়ক মারপিটের শিকার হন এক ভুক্তভোগী বাবা। এসময় ওসি থানায় ছিলেন না। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে অভিযুক্ত এএসআই আরিফ হোসেনকে থানা থেকে প্রত্যাহার করা হয়।

সোমবার সন্ধ্যায় ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের এক আদেশে শিবালয় থানার ওসি মো. শাহীনকেও মানিকগঞ্জ জেলা থেকে প্রত্যাহার করা হয়। এ ঘটনার তদন্ত করছেন মানিকগঞ্জ পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার অপু মোহন্ত।

এসজেড/

Exit mobile version