Site icon Jamuna Television

পুতিন মিত্রের কন্যাকে হত্যার জন্য ইউক্রেনকে দায়ী করছে রাশিয়া

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্রের ওপর হামলা এবং তার কন্যাকে হত্যার জন্য ইউক্রেনকে দায়ী করলো রাশিয়া। বিবিসি জানিয়েছে, সোমবার (২২ আগস্ট) আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে দেশটির রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা, এফএসবি। তাদের অভিযোগ, ইউক্রেনের স্পেশাল সার্ভিস ঘটিয়েছে ওই গাড়িবোমা বিস্ফোরণ।

গোয়েন্দা তথ্য অনুসারে, টয়োটা ল্যান্ড ক্রুজার চালাচ্ছিলেন দায়রা দুগিনা। যা মূলত পুতিনের অন্যতম পরামর্শদাতা আলেক্সান্ডার দুগিনের গাড়ি। চালানোর আগমুহর্তে, বাবা-মেয়ে দুজন গাড়ি পাল্টান। গোয়েন্দাদের দাবি, তাতে স্পষ্টতই হামলার মূল টার্গেট ছিলেন রুশ দার্শনিক।

তাছাড়া, সিসিটিভি ফুটেজ থেকে সন্দেহভাজন হামলাকারীর ছবি প্রকাশ করা হয়েছে। রাশিয়ার দাবি, ঐ নারী ইউক্রেনের আজভ রেজিমেন্টের সক্রিয় সেনা সদস্য। অবশ্য সব অভিযোগ স্পষ্ট অস্বীকার করেছে ইউক্রেন। পশ্চিমা গণমাধ্যমের তথ্য অনুসারে, আলেক্সান্ডার দুগিন ইউক্রেন হামলার মাস্টারমাইন্ড। তাকে বলা হয় ভ্লাদিমির পুতিনের ‘রাশপুতিন’।

/এডব্লিউ

Exit mobile version