Site icon Jamuna Television

রুশ আগ্রাসনে ৬ মাসে নিহত অন্তত ৯ হাজার ইউক্রেনীয় সেনা

রাশিয়ার আগ্রাসনে ছয় মাসে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৯ হাজার ইউক্রেনীয় সেনা। সোমবার (২২ আগস্ট) এ তথ্য জানান দেশটির কমান্ডার ইন চিফ ভ্যালেরি জালুঝনি। খবর রয়টার্সের।

যুদ্ধ শুরুর পর গেলো মার্চে সবশেষ জানানো হয়েছিল সেনাবহরের ক্ষয়ক্ষতির চিত্র। অবশ্য, দু’সপ্তাহ আগেই যুক্তরাষ্ট্রের সামরিক গোয়েন্দা বিভাগ জানায়, যুদ্ধে রাশিয়ার ৭০ থেকে ৮০ সেনা প্রাণ হারিয়েছে। যার সঠিক তথ্য নিশ্চিত করা যায়নি।

তবে, জাতিসংঘের হিসাবে, রুশ হামলায় প্রাণ গেছে সাড়ে ৫ হাজারের বেশি বেসামরিক ইউক্রেনীয়র। যে তালিকায় রয়েছে ৯৭২টি শিশু। সংস্থাটির শিশু বিষয়ক কমিশন ইউনিসেফের তথ্য অনুসারে, যুদ্ধের মানসিক যন্ত্রণা থেকে এখনও বেরোতে পারেনি ইউক্রেনের শিশুরা। আগ্রাসনে আহত ৭ হাজার ৮৯০ ইউক্রেনীয়।

আগামীকাল বুধবার স্বাধীনতা দিবস ইউক্রেনের; একইসাথে দেশটিতে রুশ হামলার ছয় মাসপূর্তি।

/এমএন

Exit mobile version