Site icon Jamuna Television

সুদানে বন্যায় প্রাণহানি ৮৩, এখনও নিখোঁজ বহু মানুষ

আফ্রিকার দেশ সুদানে চলমান বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৮৩ জনে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের হিসাবে, এখনও বহু মানুষ নিখোঁজ।

বিবৃতি অনুসারে, প্রলয়ঙ্কর বন্যা ও ভূমিধসে পুরোপুরি বিধ্বস্ত ১৮ হাজারের বেশি ঘরবাড়ি। আরও ২৫ হাজার বসতভিটা ও স্থাপনা ক্ষতিগ্রস্ত। জাতীয় আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস, চলমান বৃষ্টিতে আগামী দুদিন বাড়বে নীলনদের পানি। যা উপচে উপকূলীয় লোকালয়ে অবনতি হবে বন্যা পরিস্থিতির। দুর্যোগ মোকাবেলায় রাজধানী খার্তুমসহ আশপাশের শহরগুলোয় জারি করা হয়েছে সতর্কতা।

১৯৪৬ সালের পর রেকর্ড উচ্চতায় উঠলো সুদানের নদীগুলোর পানি। সোমবারই (২২ আগস্ট) দেশটির ছয়টি নদী তীরবর্তী এলাকায় জারি করা হয় জরুরি অবস্থা। সুদানের এক লাখ ৩৬ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত চলমান বন্যায়।

Exit mobile version