Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যা

যুক্তরাষ্ট্রের টেক্সাসে হচ্ছে ভয়াবহ বন্যা। ডালাস কাউন্টিতে জারি করা হয়েছে জরুরি অবস্থা; প্রাণ হারিয়েছেন কমপক্ষে একজন। খবর এপি’র।

দেশটির জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, পানির তোড়ে ভেসে যায় একটি গাড়ি। যাতে আটকা পড়েন প্রবীণ এক নারী। গাড়িতে পানি ঢুকে হয় তার মৃত্যু। অবশ্য এখনও নাম-পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

সোমবার পর্যন্ত ২০০ বাসিন্দাকে দুর্গত এলাকা থেকে উদ্ধার করেছে ডালাস কর্তৃপক্ষ। ভারি বৃষ্টিপাত ও বন্যায় ডুবে গেছে বেশিরভাগ এলাকা। সাবওয়েতে পানি ঢুকে পড়ায় বিপাকে পড়েছেন সেগুলোয় বসবাসরতরা। বিদ্যুৎস্পৃষ্ঠ হওয়ার খবরও মিলেছে কিছু এলাকায়। গেলো ২৪ ঘণ্টায় ডালাসে ৩৫৫ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

/এমএন

Exit mobile version