Site icon Jamuna Television

রেড ডেভিলদের কাছে হারলো অলরেডরা

কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। বাজেভাবে মৌসুম শুরুর পর অত্মবিশ্বাসের মাত্রাও নেমে গেছে বহুগুণে। তবে অপ্রাপ্তির বৃত্ত ভাঙতে ম্যানইউ বেছে নিল লিভারপুলকেই। তৃতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেল তারা। অলরেডদের ২-১ গোলে হারিয়েছে রেড ডেভিলরা।

এদিকে, শিরোপা পুনরুদ্ধারের অভিযানে এখনও জয়ের দেখা পায়নি অলরেডরা। ব্যর্থতার জালেই আটকে রইলো লিভারপুল। দুর্দান্তভাবে গত মৌসুম শেষ করা ইয়ুর্গেন ক্লপের দল তিন ম্যাচ খেলে জয়শূন্য। আর নতুন কোচ টেন হাগের কোচিংয়ে প্রথম জয় তুলে নিল ম্যানইউ।

খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে তারা। প্রতিপক্ষের একের পর এক আক্রমণে কোণঠাসা হয় লিভারপুল রক্ষণ। ১৬ মিনিটে জ্যাডন স্যানচোর গোলে লিড নেয় ম্যানইউ। এলাঙ্গার পাস থেকে সময় নিয়ে ঠান্ডা মাথায় বল জালে জড়ান এই ইংলিশ ফরোয়ার্ড।

১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা। ম্যাচে ফিরতে মরিয়া লিভারপুল বেশ কয়েকটি আক্রমণ চালালেও উল্টো ৫৩ মিনিটে গোল হজম করে বসে তারা। কাউন্টার অ্যাটাকে অ্যান্থনি মার্সিয়ালের থ্রু থেকে ব্যবধান ২-০ করেন রাশফোর্ড।

৮১ মিনিটে লড়াই জমিয়ে দেন মোহাম্মদ সালাহ। কর্নার থেকে নেয়া শটে বল ক্লিয়ার করতে পারেননি ম্যানইউ গোলরক্ষক। ফিরতি বলে নিচু হেডে বল জালে জড়িয়ে দেন এই ফরোয়ার্ড।

বাকি সময়ে চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি লিভারপুল। প্রতিপক্ষের মাঠে হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের।

/এমএন

Exit mobile version