Site icon Jamuna Television

এখনও বাজারে মিলছে খোলা সয়াবিন তেল

সরকার গেল ৩১ জুলাই থেকে খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধ করার ঘোষণা দেয়। কিন্তু এখনও তা পুরোপুরি বন্ধ হয়নি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বলছে, মিলাররা এখনও শতভাগ প্রস্তুত নয়। তবে আগের চেয়ে সরবরাহ কমেছে।

বলা হচ্ছে, খোলা তেলে সহজেই ভেজাল মেশানো যায়। আর কোন ধাপে ভেজাল মেশানো হয়, তাও বলা কঠিন। ৩১ জুলাইয়ের পর থেকে খোলা সয়াবিন তেল বিক্রি নিষিদ্ধ হলেও, রাজধানী বাজারে সহজেই মিলছে এই তেল। দোকানিরা বলছেন, গ্রাহক পর্যায়ে চাহিদা কিছুটা কম। তবু সপ্তাহের ব্যবধানে লিটার প্রতি দাম বেড়েছে অন্তত ১০ টাকা।

পাইকাররা বলছেন, বাজারে খোলা তেলের জোগান আসে মিল পর্যায় থেকে। সেখান থেকে এখনও সরবরাহ বন্ধ হয়নি। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ডিজি এ এইচ এম সফিকুজ্জামান বলছেন, মিলাররা এখনও শতভাগ প্রস্তুত হতে পারেনি। তবে শিগগিরি পরিস্থিতির উন্নতি হবে।

শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, খোলা পাম তেল বিক্রি বন্ধ হবে আগামী ৩১ ডিসেম্বর।

/এডব্লিউ

Exit mobile version