Site icon Jamuna Television

এক যুগ পর বসছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক

এক যুগ পর দিল্লিতে বসতে যাচ্ছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক। আগামী ২৫ আগস্ট এই বৈঠক বসবে। বাংলাদেশের পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক ওই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। আর ভারতের কেন্দ্রীয় সরকারের জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত তার দেশের হয়ে নেতৃত্ব দেয়ার কথা রয়েছে।

এর আগে আজ মঙ্গলবার (২৩ আগস্ট) যৌথ নদী কমিশনের সচিব পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ারের নেতৃত্বে তাতে অংশ নিচ্ছে বাংলাদেশ প্রতিনিধি দল। বৈঠকে আবারও বহু কাঙ্খিত তিস্তার পানিবন্টন চুক্তির প্রসঙ্গ তুলবে বাংলাদেশ। যদিও তা নিয়ে এখনই কোনো সমাধান হচ্ছে না। তবে কুশিয়ারা নদীর পানি নিয়ে সমঝোতা চূড়ান্ত হতে পারে যৌথ নদী কমিশনের এবারের বৈঠকে।

/এমএন

Exit mobile version