Site icon Jamuna Television

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

ঈদে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের তীব্র চাপে তৈরি হয়েছে দীর্ঘ যানজট। এতে, চরম দুর্ভোগে পড়েছেন ঘরমুখো মানুষ।

মূলত, মেঘনা সেতুতে গাড়ি ধীর গতির কারণেই এ যানজট তৈরি হয়েছে বলে দাবি করেছেন চালকরা। ভোর থেকে তৈরি হওয়া এই জট কাঁচপুর সেতু থেকে মেঘনা সেতু পর্যন্ত ছড়িয়েছে। সড়ক পরিবহণ মন্ত্রী আগেই ঘোষণা দিয়েছিলেন ২৭ রোজার পর থেকে মহাসড়কে ট্রাক-লরি চলবে না। কিন্তু, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক ও লরিসহ ভারি যানবাহনের চাপ দেখা যাচ্ছে। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে মোতায়েন আছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

যমুনা অনলাইন: এটি

Exit mobile version