Site icon Jamuna Television

কমলাপুর রেলস্টেশনে উপচে পড়া ভিড়

দু’দিন বাদই ঈদ। তাই বাড়ি ফেরার তাড়াটাও বেশি। কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়। আজ চতুর্থ দিনের অগ্রিম টিকিট কাটা যাত্রীরা বাড়ি ফিরছেন।

সকাল থেকে সবগুলো ট্রেন সময়মতো ছেড়ে গেছে। এরইমধ্যে ১৮টি ট্রেন বিভিন্ন গন্তব্যে স্টেশন ছেড়েছে। আজ দিনভর দেশের বিভিন্ন এলাকায় যাবে ৬৯টি ট্রেন। এছাড়া, ঈদে অতিরিক্ত যাত্রী সামাল দিতে আজ থেকে শুরু হচ্ছে পাঁচ জোড়া বিশেষ ট্রেনও। চলবে ১৫ জুন পর্যন্ত।

কমলাপুরের স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী জানিয়েছেন, যাত্রীরা সময়মতো আসছেন কোনো ধরনের সমস্যা ছাড়া ট্রেনগুলোও ঢাকা ছেড়ে যাচ্ছে। ঈদযাত্রায় ট্রেনের ছাদে ঝুঁকি নিয়ে ভ্রমণ না করার অনুরোধ করেছেন স্টেশন ম্যানেজার।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version