Site icon Jamuna Television

দায়িত্ব ছাড়ছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি

দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি। আগামী ডিসেম্বরেই অবসরে যাবেন বলে জানিয়েছেন এ সংক্রামক রোগ বিশেষজ্ঞ।

এক বিবৃতিতে তিনি জানান, কর্মজীবনের পরবর্তী অধ্যায় শুরু করতেই এই সিদ্ধান্ত। ৩৮ বছর ধরে এনআইএআইডির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ফাউচি। জো বাইডেনসহ যুক্তরাষ্ট্রের সাতজন প্রেসিডেন্টের স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

অ্যান্থনি ফাউচি ১৯৬৮ সালে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথে যোগ দেন। পরে ১৯৮৪ সালে এনআইএইচের সংক্রামক রোগ শাখায় ফাউচিকে নিয়োগ দেয়া হয়। কাজের স্বীকৃতিস্বরুপ প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম পদকেও ভূষিত হন ফাউচি।

করোনা মহামারির সময় সবচেয়ে বেশি আলোচিত অ্যান্থনি ফাউচি। কোভিড-১৯ নিয়ে বিশ্বাসযোগ্য তথ্যের উৎসের ক্ষেত্রে আস্থা রাখার মতো একজন হয়ে উঠেছিলেন তিনি।

/এডব্লিউ

Exit mobile version