Site icon Jamuna Television

কোটচাঁদপুরে কলা বাগানে গাঁজার চাষ, ৩২টি গাছসহ গ্রেফতার ১

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে গাঁজার গাছসহ কালু শেখ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতারকৃত কালু শেখ ওই গ্রামের ভদু মন্ডলের জামাই। সে কোটচাঁদপুর পৌর শহরের আর্দশপাড়ার মৃত দাউদ শেখের ছেলে।

সোমবার (২২ আগস্ট) দিবাগত গভীর রাতে উপজেলার তালসার গ্রামের মাঠ থেকে ৩২টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। কালু তালসার গ্রামের মনিরুল ইসলামের জমি লিজ নিয়ে কলার চাষ করার নাম করে গোপনে গাঁজা চাষ করে আসছিল।

র‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মো. আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন কোটচাঁদপুরের তালসার গ্রামের পূর্ব পাড়া মাঠে মনিরুল ইসলামের জমিতে গাঁজার চাষ করা হচ্ছে। এ সংবাদে সোমবার রাতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই জমি থেকে ৩২টি গাঁজার গাছসহ কালু শেখকে গ্রেফতার করে র‍্যাব।

এ ব্যাপারে কোটচাঁদপুর থানার উপপরিদর্শক হারুন অর রশিদ জানান, গাঁজা গাছসহ একজনকে থানায় দিয়ে গেছে র‍্যাব। গ্রেফতারকৃত ব্যক্তির নাম কালু শেখ। এ ঘটনায় কোটচাঁদপুর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

এসজেড/

Exit mobile version