Site icon Jamuna Television

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

চট্টগ্রামে ফৌজদারহাটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে জঙ্গল সলিমপুরের বাসিন্দারা। জেলা প্রশাসনের উচ্ছেদ ঠেকাতে মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুর থেকেই সড়ক অবরোধ করেছেন তারা। এ সময় সড়ক অবরোধ করে গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ চালু করার দাবিতে বিক্ষোভ করছে এলাকাবাসী।

জানা গেছে, গত ২৩ দিন ধরে এই এলাকায় বিদ্যুৎ ও পানির সংযোগ নেই। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই স্থান খালি করে দেয়া নির্দেশ দেয়া হয়েছে। এখানে এক গুচ্ছ পরিকল্পনা হাতে নিয়েছে জেলা প্রশাসন। একাধিক সরকারি প্রতিষ্ঠান নির্মাণ করা হবে এই জঙ্গল সলিমপুরে।

জঙ্গল সলিমপুরের এই বাসিন্দারা সবাই তৃণমূল পর্যায়ের। দেশের বিভিন্ন স্থান থেকে তারা এই স্থানে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। বিক্ষোভকারীদের দাবি, কোনো পুনর্বাসনের ব্যবস্থা না করেই তাদেরকে সরে যাওয়ার জন্য চাপ দেয়া হচ্ছে। তাদের দাবি, আগে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে তাদের। নতুবা এই স্থান থেকে তাদের সরানো যাবে না। এই দাবি নিয়ে দুপুর থেকেই ঢাকা-চট্টগ্রামের মূল মহাসড়ক অবরোধ করেছেন তারা।

এদিকে, এলাকাবাসীর এই বিক্ষোভের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ফলে ঢাকার সাথে চট্টগ্রামের সড়ক পথের যোগাযোগ বিচ্ছিন্ন আছে।

এসজেড/

Exit mobile version