Site icon Jamuna Television

চা শ্রমিকদের দৈনিক মজুরি ৩০০ টাকা করার দাবি গণসংহতি আন্দোলনের

চা শ্রমিকদের দাবি যৌক্তিক উল্লেখ করে তাদের দৈনিক মজুরি ৩০০ টাকা অবিলম্বে বাস্তবায়ন এবং জ্বালানি তেলের বর্ধিত মূল্য বাতিলের দাবি জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।

মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে এ দাবি জানান তিনি। জোনায়েদ সাকি বলেন, চা শ্রমিকদের দীর্ঘদিনের দাবি কারো কানে পৌঁছাচ্ছে না। মাত্র ১২০ টাকা মজুরিতে কারো পরিবার চলতে পারে না উল্লেখ করে প্রশ্ন তোলেন, বাজারে চায়ের দাম বাড়লে শ্রমিকদের মজুরি কেনো বাড়বে না।

সাকি আরও বলেন, ক্ষমতায় টিকে থাকতে ভারতের সহযোগিতা চেয়ে দেশের সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করেছেন। অবিলম্বে মন্ত্রীকে অপসারণ করে তাকে আইনের আওতায় আনার দাবিও জানান তিনি।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক বলেন, সরকারি দলের লোকজন লুটপাট করে সাধারণ মানুষের টাকা বিদেশে পাচার করেছে। আর সেজন্যই আজকে রিজার্ভে ডলারের ঘাটতি পড়েছে। পরিস্থিতি সরকারের নাগালের বাইরে চলে গেছে। সাধারণ মানুষ ফুঁসে উঠছে। হামলা-মামলা দিয়ে মানুষকে আর ভয় দেখানো যাবে না।

/এমএন

Exit mobile version