Site icon Jamuna Television

যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলমের বাবার ইন্তেকাল

দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলমের পিতা আলী আরশাদ মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। আজ বাদ জোহর রাজধানীর পশ্চিম রাজাবাজার মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।

তিনি স্ট্রোক করে ঢাকার শমরিতা হসপিটালে চিকিৎসাধীন ছিলেন। এর পর বাসায় ফিরে আসার পাঁচ দিন পর তিনি মারা যান। তার মৃত্যুতে যুগান্তর পরিবার গভীর শোক প্রকাশ করেছে।

এছাড়া, তার মৃত্যুতে যমুনা গ্রুপের চেয়ারম্যান মো. নুরুল ইসলামসহ সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী এবং যুগান্তরের প্রকাশক অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি গভীর শোক প্রকাশ করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version