Site icon Jamuna Television

হাফ পাসের দাবিতে সড়ক অবরোধ: টিকিট কাউন্টার ও বাসে ভাঙচুর শিক্ষার্থীদের

গণপরিবহনে হাফ ভাড়া কার্যকরের দাবিতে বনানী-গুলশান সড়কে বাসের কাউন্টারে ভাঙচুর করেছে বিক্ষোভরত শিক্ষার্থীরা। এ সময় একটি বাসেও ভাঙচুর চালানো হয়।

মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুর থেকে গুলশান-বনানী সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে বনানী বিদ্যানিকেতন স্কুলের শিক্ষার্থীরা। তাদের আন্দোলন মূলত গুলশান-বনানীতে চলা ঢাকা চাকা নামক পরিবহনগুলোর বিরুদ্ধে। শিক্ষার্থীদের দাবি, কাকলী থেকে গুলশান-২ এর ভাড়া রাখা হয় ৩০ টাকা। স্টুডেন্ট ভাড়া দিতে চাইলেও এসব বাসের সহকারীরা শিক্ষার্থীদের নানাভাবে হয়রানি ও খারাপ আচরণ করে। তাই এই রুটে হাফ ভাড়া কার্যকরের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

পরে দুপুর ১২টা নাগাদ ওই স্কুলের প্রিন্সিপাল, অভিভাবক প্রতিনিধি, ঢাকা চাকা ও গুলশান চাকা বাসের প্রতিনিধি, স্কুলের প্রতিটি ক্লাস থেকে ২ জন করে শিক্ষার্থী ও ট্রাফিক পুলিশের একটি বৈঠক হয়। সেখানে সিদ্ধান্ত হয়, আগামী বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষার্থীদের ভাড়া ২০ টাকা করে নেয়া হবে। বৃহস্পতিবারের পর আবারও এই ভাড়া কার্যকরের বিষয়ে যাবতীয় পদক্ষেপের বিষয়ে বৈঠক হবে। এরপরই এ দিনের মতো বিক্ষোভ স্থগিত করে শিক্ষার্থীরা।

তবে বিক্ষোভ স্থগিত করার কিছু পরে আরও একটি বাসে দুজন শিক্ষার্থীর কাছ থেকে ২৫ টাকা ভাড়া চাওয়া হলে বাস সহকারীর সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হয় শিক্ষার্থীরা। এক পর্যায়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা বাস কাউন্টার ও একটি বাসে ভাঙচুর করে।

এসজেড/

Exit mobile version