Site icon Jamuna Television

কাল থেকে শেয়ারবাজারের লেনদেন শুরু সাড়ে ৯টায়

আগামীকাল বুধবার (২৩ আগস্ট) থেকে শেয়ারবাজারের লেনদেন শুরু হবে সকাল সাড়ে ৯টায়। আর শেষ হবে দুপুর ১টা ৫০ মিনিটে। মন্ত্রিপরিষদ থেকে অফিসের সময়সূচি নির্ধারণের পর শেয়ারবাজারের লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। যা বুধবার থেকে কার্যকর হবে।

মঙ্গলবার (২২ আগস্ট) বিএসইসি থেকে এ তথ্য জানানো হয়েছে। সংস্থাটি জানিয়েছে, মন্ত্রিপরিষদের সিদ্ধান্তের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকিং লেনদেনের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ব্যাংক লেনদেনের সময়ের ওপর ভিত্তি করে শেয়ারবাজারে লেনদেনের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

পুঁজিবাজারের লেনদেন শেষে ১০ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন চালু থাকবে। সে ক্ষেত্রে পোস্ট ক্লোজিং সেশন হবে ১টা ৫০ থেকে ২টা।

৫০ থেকে ২টা।

/এমএ

Exit mobile version