Site icon Jamuna Television

করোনায় আক্রান্ত রাহুল দ্রাবিড়

ছবি: সংগৃহীত

করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের জাতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ দ্রাবিড়ের করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছে।

দ্রাবিড়ের করোনায় আক্রান্ত হওয়া এবং এশিয়া কাপ মিসের ব্যাপারে বিসিসিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে, দুবাইয়ের জন্য রওনা হবার আগে রুটিন পরীক্ষায় কোভিড-১৯ এ রাহুল দ্রাবিড়ের আক্রান্ত হওয়ার খবরটি এসেছে। বিসিসিআইয়ের মেডিকেল দলের অধীনে রয়েছেন দ্রাবিড়। তার মাঝে কোভিড-১৯ এর লক্ষণও বেশ সীমিত। কোভিড নেগেটিভ হলেই দলের সাথে দুবাইতে যোগ দেবেন ভারতীয় দলের এই কোচ।

২৭ আগস্ট থেকে আরব আমিরাতে মাঠে গড়াবে এশিয়া কাপ। আসর শুরুর পরদিনই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের এশিয়া কাপ অভিযান। মহাদেশীয় এই প্রতিযোগিতায় অংশ নিতে এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছে গেছেন বিরাট কোহলি-রোহিত শর্মারা। দ্রাবিড়ের বিরতিতে জিম্বাবুয়ে সফরে ভারতের কোচের দায়িত্ব পালন করা ভিভিএস লক্ষণকে দুবাই পাঠানো হবে বলে জানিয়েছে ক্রিকইনফো।

আরও পড়ুন: তৃতীয় ওয়ানডেতেও হার; ভারতের কাছে হোয়াইটওয়াশ হলো জিম্বাবুয়ে

/এম ই

Exit mobile version