Site icon Jamuna Television

‘পিঙ্ক ভেনম’ এর পেছনের গল্প

ছবি: সংগৃহীত

কোরিয়ার প্রথম নারী সেনসেশন কে-পপ ব্যান্ড ব্ল্যাক পিঙ্ক। কে-পপ রাজ্যের বিলিয়ন ক্লাবে এখন সেরার আসনে এখন ব্ল্যাক পিঙ্ক। এমনকি কে-পপ দুইনিয়ার প্রভাবশালী ব্যান্ড বিটিএস-এর রেকর্ডও ভেঙ্গেছে ব্ল্যাক পিংক। সম্প্রতি তারা প্রকাশ করলো তাদের একক অ্যালবাম ‘পিঙ্ক ভেনম’। আর এবার গান প্রচারের জন্য তারা বেরিয়েছে বিশ্ব ভ্রমণে! 

রিলিজ হয়েছে কে-পপ সেনসেশন ব্যান্ড ব্ল্যাক পিঙ্ক-এর ‘পিঙ্ক ভেনম’ এর মিউজিক ভিডিও। প্রায় দুই বছরের পর রিলিজ হলো তাদের এ গান। সেই ভিডিও তারা প্রকাশ করেছেন সামাজিকমাধ্যমে।

সম্প্রতি পিঙ্ক ভেনমের ভিডিও নির্মাণ থেকে শুরু করে তারা গানে যেসব ইন্সট্রুমেন্টস ব্যবহার করেছেন তা-ও শেয়ার করেছেন সে ভিডিওটিতে।

ব্ল্যাক পিঙ্কের ব্যবস্থাপনা সংস্থা ওয়াইজি এন্টারটেইনমেন্ট জানিয়েছে, যে গানটির মিউজিক ভিডিও সম্প্রতি মুক্তি পেয়েছে, সেটিতে বাজানো হয়েছে ঐতিহ্যবাহী কোরিয়ান বাদ্যযন্ত্র। আর এটি ব্ল্যাক পিঙ্কের এখন পর্যন্ত তৈরি করা সবচেয়ে ব্যয়বহুল মিউজিক ভিডিও।

মিউজিক ভিডিওটি প্রকাশ পাওয়ার পর ২৪ ঘন্টার মধ্যে সামাজিকমাধ্যমে ইউটিউবে এর ভিউ হয়েছে ৮৬ মিলিয়নেরও বেশি।

ব্ল্যাক পিঙ্কের সদস্য জিসো বলেন, ভ্যাম্পায়ার এর ওপর ভিত্তি করে আমি এ গানের সেট তৈরি করেছি। ব্যবহার করেছি কোরিয়ান সব বাদ্যযন্ত্র। যেগুলো আমি সংগ্রহ করে রেখেছিলাম আগে থেকেই। গানে আমার চরিত্রটি এমন ছিলো যে, আমাকে দেখতে যেনো মনে হয় আমি দু’হাজার বছর ধরে বেঁচে আছি।  

তাদের এই গান প্রচারে তারা পাড়ি দিয়েছেন জাপানের টোকিও ও ব্যাংককে। তাদের পারফর্মেন্স দেখার জন্য ব্যাংকক ও টোকিওর রাস্তায় ভিড় করেন ভক্তরা। প্রায় দুই বছর পর গান প্রকাশ করায় এ উদযাপনের আয়োজন করে ব্ল্যাক পিঙ্ক।

সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় ‘এসএমটাউন লাইভ’ কনসার্টের নাচে গানে স্টেজ মাতায় কে-পপ ব্যান্ড ব্ল্যাক পিঙ্ক। যেটি অনুষ্ঠিত হয় সাউথ কোরিয়ার সিউলের সিওন বিশ্বকাপ স্টেডিয়ামে। সিওনের মঞ্চে তারা প্রায় ৩০ হাজার ভক্তের সামনে ৪টি গান গেয়ে মঞ্চ মাতান।

এদিকে, এ ব্যান্ডের নতুন অ্যালবাম ‘বর্ন পিঙ্ক’-এর রিলিজ পাবে আগামী ১৬ সেপ্টেম্বর। যার অপেক্ষায় এখন দিন গুনছে ব্ল্যাক পিঙ্ক ভক্তরা।

/এসএইচ

Exit mobile version