Site icon Jamuna Television

আল্লু আর্জুনের সাথে পুষ্পা স্টাইলে নিউইয়র্কের মেয়রের সেলফি

পুষ্পা স্টাইলে আল্লু আর্জুনের সাথে সেলফিবন্দি নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস।

নিউ ইয়র্ক শহরের মেয়র এরিক অ্যাডামসের সঙ্গে ‘পুষ্পা’ সিনেমার সিগনেচার পোজে তোলা আল্লু অর্জুনের একটি ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

সোমবার (২২ আগস্ট) নিউইয়র্ক মেয়রের সঙ্গে তোলা ছবিটি টুইটারে শেয়ার করেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় এ অভিনেতা। ছবিটির সঙ্গে একটি পোস্টও শেয়ার করেছেন আল্লু। যার ক্যাপশনে আল্লু লিখেন, নিউ ইয়র্ক শহরের মেয়রের সঙ্গে কাটানো মুহূর্তগুলো খুব আনন্দের ছিল। মেয়রের আমন্ত্রণ পেয়ে নিজেকে গর্বিত মনে করছি।

জানা যায়, নিউইয়র্কে আয়োজিত বার্ষিক ইন্ডিয়া ডে প্যারেডে গ্র্যান্ড মার্শাল হিসেবে দেশের প্রতিনিধিত্ব করতে আমন্ত্রণ জানানো হয় আল্লু অর্জুনকে। নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস নিজেই তাকে এ আমন্ত্রণ জানান।

/এসএইচ

Exit mobile version