Site icon Jamuna Television

সুনীল গ্রোভারের পর এবার ‘দ্য কপিল শর্মা শো’ ছাড়লেন কৃষ্ণাও

ছবি: সংগৃহীত।

ফের ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে ভারতের জনপ্রিয় কমেডি শো ‘কপিল শর্মা শো’ এ। এই শোয়ের পরবর্তী সিজনে থাকছেন না কমেডিয়ান কৃষ্ণা অভিষেক। ঠিক একইভাবে এই শো থেকে বিদায় নিয়েছিলেন সুনীল গ্রোভার। আবারও সেই চিত্রই দেখছেন এই শোয়ের ভক্তরা। হিন্দুস্তান টাইমসের।

সুনীল গ্রোভার কপিল শর্মা শো ত্যাগ করার পরই এই শোয়ে যোগ দিয়েছিলেন কৃষ্ণা। সুনীলের শূন্যস্থানে তাকে বেশ ভালোভাবেই গ্রহণ করেছিল দর্শক। তবে এবার তিনিও এই শো ছেড়ে দিচ্ছেন এমন খবরে অনেকটা বিমর্ষ ভক্তরা।

শো ছেড়ে দেয়ার ব্যাপারে কৃষ্ণা বলেন, আসলে পারিশ্রমিক নিয়ে কিছু মতবিরোধের কারণেই পরবর্তী শোয়ে যোগ দিচ্ছি না। তবে অনেকের ধারণা, কপিল শর্মার সাথে কোনো মনোমালিন্যের কারণেই শো ছেড়ে দিচ্ছেন তিনি। খুব শিগগিরই এই শোয়ের পরবর্তী ট্রেলার সামনে আসবে। দর্শকদের আশা, সেখানে কৃষ্ণাকে দেখতে পাবেন তারা।

এসজেড/

Exit mobile version