Site icon Jamuna Television

আজ থেকে শুরু নাজিব রাজাকের কারাভোগ

কারাদণ্ড এড়াতে পারলেন না মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। অর্থ জালিয়াতি মামলায় বুধবার (২৪ আগস্ট) থেকে শুরু হলো তার ১২ বছরের কারাভোগ। খবর রয়টার্সের।

রাষ্ট্রীয় তহবিল তছরুপের দায়ে ২০২০ সালে ১২ বছরের সাজা হয়েছিল নাজিব রাজাকের। কিন্তু জামিন নিয়ে রায়ের বিরুদ্ধে আপিল করে আসছিলেন দেশটির সাবেক সরকার প্রধান। গতকাল মঙ্গলবার পাঁচ সদস্যের সর্বোচ্চ আদালত জানিয়েছেন, হাইকোর্টের সিদ্ধান্তই সঠিক ছিল। বরং নাজিব রাজাকের আপিল অযৌক্তিক। তার বিরুদ্ধে আলোচিত ‘ওয়ার এমডিবি’ তহবিল থেকে সাড়ে ৪০০ কোটি ডলার অর্থ আত্মসাতের অভিযোগ ছিল। ক্ষমতা হারানোর পেছনেও ছিল এই জালিয়াতির বড় ভূমিকা। নাজিব রাজাকই মালয়েশিয়ার একমাত্র প্রধানমন্ত্রী যে দুর্নীতির দায়ে জেল খাটবেন। আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন দলমত নির্বিশেষে সবাই। তাদের দাবি, মালয়েশিয়ানদের জন্য এটি বড় বিজয়।

/এমএন

Exit mobile version