Site icon Jamuna Television

ভারতে বন্যা পরিস্থিতির অবনতি, দুই রাজ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি

ভারতে অবনতি ঘটেছে বন্যা পরিস্থিতির। ভারী বৃষ্টিপাতের কারণে ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করা হয়েছে দুটি রাজ্যে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে এ তথ্য। খবর রয়টার্সের।

এরমাঝে মধ্য প্রদেশের অবস্থা সবচেয়ে খারাপ। রাজ্যটি থেকে ৬ হাজার ৪০০ মানুষকে উদ্ধারের পর নেয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। অভিযানে নেমেছে ভারতীয় বিমান বাহিনী। রাজ্যটিতে ৩০ ঘণ্টার ওপর বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। যোগাযোগ কাঠামো ভেঙে পরায় বিকল্প পথে চলাচল করছে বহু ট্রেন।

এদিকে, রাজস্থানে দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ; নিখোঁজ আরও দুই বাসিন্দা। পানিবন্দি হয়ে পড়েছেন ৬ লাখের বেশি বাসিন্দা। তাদের ত্রাণ পৌঁছে দিতে কাজ করছে সেনাবাহিনী।

অন্যদিকে, ওড়িষায় এখনো বন্যাদুর্গত ৯০০ এর বেশি গ্রাম-লোকালয়। রাজ্যটিতে দুর্ভোগে ৯ লাখের কাছাকাছি বাসিন্দা। চলমান বন্যায় দেশটিতে প্রাণ হারিয়েছেন অর্ধ-শতাধিক মানুষ।

/এমএন

Exit mobile version