Site icon Jamuna Television

‘খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে সরকার তামাশা করছে’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে সরকার তামাশা করছে বলে মন্তব্য করেছেন দলটির ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। তিনি বলেন, একই সঙ্গে তার অসুস্থতাকে সরকার ভিন্ন খাতে প্রভাবিত করার অপচেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।  দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন নোমান।

নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটের সমালোচনা করে তিনি বলেন, রাজনৈতিক বাজেট দিয়েছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য কোনো সুখবর নেই বলেও মন্তব্য করেন নোমান। বিএনপির ভারত সফর প্রসঙ্গে আব্দুল্লাহ আল নোমান বলেন, ভারত বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম বন্ধু দেশ হলেও দেশের স্বার্থে তাদের সাথে কিছু জটিলতা রয়ে গেছে। বিদ্যমান সমস্যা ছাড়াও বিভিন্ন দিক নিয়ে বিএনপি প্রতিনিধি দলের সাথে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। এ সময় নির্বাচন কমিশন পুনর্গঠনের আহবান জানান নোমান।

Exit mobile version