Site icon Jamuna Television

কারচুপিমুক্ত নির্বাচন চায় না বলেই তারা ইভিএম ভয় পায়: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের। ফাইল ছবি।

যারা ইভিএম-কে ভয় পায়, তারা কারচুপিমুক্ত নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (২৪ আগস্ট) সকালে রাজধানীতে বনানীতে আওয়ামী লীগ নেত্রী আইভী রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। আরও বলেন, আওয়ামী লীগ জাতীয় নির্বাচনের সব আসনে ইভিএম চেয়েছিল। নির্বাচন কমিশন ১৫০ আসনে ইভিএমের সিদ্ধান্ত নেয়ায় আমরা তাদের স্বাগত জানাই। আমরা কারচুপি মুক্ত নির্বাচনে বিশ্বাস করি।

ওবায়দুল কাদের বলেন, আইভি রহমান দেশের জন্য জীবন উৎসর্গ করে গেছেন। এ হামলার প্রধান টার্গেট ছিল শেখ হাসিনা।

/এমএন

Exit mobile version