Site icon Jamuna Television

করোনায় আক্রান্ত অমিতাভ বচ্চন

ছবি: সংগৃহীত

দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হলেন বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন। মঙ্গলবার (২৩ আগস্ট) রাতে নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে বিষয়টি নিশ্চিত করেন ভারতীয় এই মহাতারকা।

৭৯ বছর বয়সী এই সুপারস্টার টুইটে তার কোভিড পজেটিভ হওয়ার সংবাদ জানিয়ে লেখেন, যারা সাম্প্রতিক সময়ে তার সংস্পর্শে এসেছেন তারাও যেন কোভিড পরীক্ষা করিয়ে নেন। অমিতাভপুত্র অভিষেক বচ্চন, পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন এবং নাতনী আরাধ্য বচ্চনও কোভিড পরীক্ষা করিয়েছেন।

বর্তমানে, জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোরপতি’র ১৪তম সংস্করণের শ্যুটিং করছিলেন তিনি। এ ব্যাপারে সংশ্লিষ্ট চ্যানেলের তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি। তবে সবার ধারণা, এই সুপারস্টারের শারীরিক অসুস্থতার কারণে ধাক্কা খেতে পারে কেবিসি।

দুই বছর আগেও কোভিড পজেটিভ হয়েছিলেন অমিতাভ বচ্চন। ২০২০ সালে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। একইসাথে, অভিষেক, ঐশ্বরিয়া এবং আরাধ্যও সেবার করোনা আক্রান্ত হয়েছিল।

আরও পড়ুন: ভারতে বন্যা পরিস্থিতির অবনতি, দুই রাজ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি

/এম ই

Exit mobile version