Site icon Jamuna Television

কোন প্রতিষ্ঠান কতক্ষণ খোলা থাকবে এ নিয়ে ডিএসসিসির বিজ্ঞপ্তি ১ সেপ্টেম্বর থেকে কার্যকর

ঢাকা মহানগরীর দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় কোন প্রতিষ্ঠান কতক্ষণ খোলা থাকবে সে বিষয়ে প্রকাশিত গণবিজ্ঞপ্তি ১লা সেপ্টেম্বর থেকে কার্যকর করা হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস এ তথ্য জানিয়েছেন।

বুধবার (২৪ আগস্ট) সকালে রাজধানীর শাহবাগে সাংবাদিকদের তিনি এ কথা জানান। বলেন, মেট্রোরেলের সাথে নগর পরিবহনের যাত্রী সেবা সমন্বয় করা হবে। মেট্রোরেলের সাথে নগর পরিবহনের সেবা যাতে সাংঘর্ষিক না হয়, সে ব্যাপারেও সতর্ক থাকবে বলে জানান শেখ ফজলে নূর তাপস।

প্রকাশিত গণবিজ্ঞপ্তি অনুযায়ী, রাত ৮টায় দোকান, শপিংমল ও মার্কেট বন্ধ হবে। খাবারের দোকান বন্ধ হবে রাত ১০ টায়। রাত ১১টায় বন্ধ হবে রেস্টুরেন্ট থেকে খাবার সরবরাহ। রাত ১২টায় ওষুধের দোকান বন্ধ হলেও হাসপাতালের নিজস্ব ওষুধের দোকান বন্ধ হবে রাত ২টায়। প্রেক্ষাগৃহ ও বিনোদন ক্ন্দ্রে রাত ১১ টার পর খোলা থাকবে না। রাত ৮টায় বন্ধ হয়ে যাবে কাঁচাবাজার, প্রতিষ্ঠান ও স্থাপনা।

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য কোন ধরনের প্রতিষ্ঠান কতক্ষণ খোলা রাখা যাবে, তা নির্ধারণ করে গত ২২ আগস্ট বিজ্ঞপ্তি দেয় ডিএসসিসি।

/এমএন

Exit mobile version