Site icon Jamuna Television

চট্টগ্রামে শুরু হলো ৫-১১ বছর বয়সী শিশুদের করোনা টিকা প্রদান কর্মসূচি

শিশুদের টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী।

চট্টগ্রামে শুরু হয়েছে ৫-১১ বছর বয়সী শিশুদের করোনার টিকা প্রদান কর্মসূচি।

বুধবার (২৪ আগস্ট) সকালে নগরীর সরকারী মিউনিসিপ্যাল প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। শিশুদের সেখানে ফাইজারের তৈরি বিশেষ একটি টিকা দেয়া হচ্ছে।

জানা গেছে, ১৪ দিনের এ কার্যক্রমে ৪ লাখ শিশুকে টিকা দেয়া হবে। প্রথম ১২ দিন স্কুলে স্কুলে আর বাকি দুইদিন টিকা দেয়া হবে কমিউনিটি পর্যায়ে। নগরীর ৪১ টি ওয়ার্ডকে সাতটি বিভাগে ভাগ করে প্রতিটি ওয়ার্ডে ৪টি দল এ টিকা কার্যক্রম চালাবেন। টিকা পেয়ে খুশি শিশু ও তাদের অভিভাবকরা। এতোদিন শিশুদের স্কুলে পাঠাতে ভয় পেলেও এখন থেকে সেই ভয় কিছুটা হলেও কমবে বলে জানান তারা।

টিকা পেতে শিশুদের জন্ম নিবন্ধন সনদ দিয়ে সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করতে হয়েছে। সারাদেশে আগামীকাল বৃহস্পতিবার (২৫ আগস্ট) থেকে টিকা কার্যক্রমের উদ্বোধন হলেও মেয়রের ব্যস্ততার কারণে একদিন আগেই চট্টগ্রামে শুরু হয় এ কার্যক্রম।

/এসএইচ

Exit mobile version